গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
জাতীয় সাংবাদিক সংস্থার সাফল্য ও গৌরবের ৪২ বছরে পদাপর্ন ও ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ইউনিটের আয়োজনে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান।
১২ ফেব্রুয়ারী রোববার দুপুরে পৌরসভার ছন্দ সংগীত নিকেতনে জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা ইউনিটের সভাপতি ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক জিল্লুর রহমান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি সাংবাদিক সাজাদুর রহমান সাজুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এম এ মতিন মোল্লা, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, রিপোর্টাস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাপ্তাহিক কাটাখালী পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ প্রেস ক্লাবের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন, মোহনা টিভির জেলা প্রতিনিধি রাসেল কবীর, রিপোর্টাস ফোরামের সভাপতি শাহআলম সাজু, সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম মন্ডল, রিপোর্টাস ইউনিটির সভাপতি ডিপটি প্রধান, সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উজ্জ্বল হক প্রধান প্রমুখ।